‘বিএসএফের সঙ্গে বৈঠকে সীমান্তে হত্যা বন্ধে আলোচনা হবে’

২৯ জানুয়ারি ২০২৫, ০১:০২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হতে যাওয়া বৈঠকে সীমান্তে হত্যা ও গুলি চালানো বন্ধ করা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএসএফ ও ভারতীয় নাগরিক ও দুষ্কৃতকারী কর্তৃক সীমান্ত হত্যা ও গুলি চালানো বন্ধ করা নিয়ে আলোচনা হবে। ভারত অনেক সময় অবৈধভাবে সীমান্ত লঙ্ঘন করে। সীমান্তে অনেক সময় ফেনসিডিল বা মাদক কারখানা স্থাপন করে। সীমান্তের ভেতরে নিয়মবহির্ভূতভাবে অনেক কিছু করতে চায় বা অনুমতি নিতে হয়, তা নেয় না। আগরতলা দিয়ে বর্জ্য আসে তা যেন বন্ধ হয়, পরিবেশ নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: আহত আরও ৬ জনকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডে

তিনি বলেন, নদীর পানি সুষম বণ্টন নিয়ে আলোচনা হবে বৈঠকে। বড় পরিসরে না হলেও হবে। মহুড়িচড় সীমান্ত নিয়ে কিছুটা সমস্যা আছে, তা নিয়ে আলোচনা হবে। ভারতীয় গণমাধ্যম অনেক সময় মিথ্যা তথ্য দেয়, তা বন্ধে সহায়তা চাওয়া হবে। পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

২০১০ সালে ভারতের সঙ্গে অসম চুক্তি হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি সংশোধন বা বাতিল করার জন্য বলা হবে বৈঠকে। যারা অবৈধভাবে দেশে থাকছে তাদের, আমাদের পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। ছাড় দিয়ে আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে হয়। একবারেই হয়তো সব হবে না, ধীরে ধীরে হবে।’

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬