চট্টগ্রামে বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২৪ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
আসামি মো. শাহাব উদ্দিন

আসামি মো. শাহাব উদ্দিন © সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিএনপি নেতা আয়ূব জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামি মো. শাহাব উদ্দিন ওরফে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।  

র‍্যাব জানায়, ভুক্তভোগী বিএনপি নেতা আয়ূব জাহাঙ্গীর আলম সন্ধীপ উপজেলার গাছুয়া এলাকায় বাসিন্দা। তার জায়গায় আবু তাহের নামে একজন দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন। ভুক্তভোগী আবু তাহেরকে জাহাঙ্গীর তার জায়গা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। 

জানা যায়, গত ২০ জানুয়ারি জাহাঙ্গীর তার বসতঘরের বিশ্রামে ছিল। এসময় তাকে মুঠোফোনে সুমন নামে একজন কল করে পার্শ্ববর্তী এলাকার আব্দুর রহিমের পুকুর পাড়ে যেতে বলেন। তিনি সেখানে গেলে আগে থেকে উপস্থিত ছিলেন গ্রেপ্তার মো. শাহাব উদ্দিন সুমন। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাব উদ্দিন ও তার সহযোগীরা মিলে জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, ঘটনার পরদিন (২১ জানুয়ারি) ভুক্তভোগী জাহাঙ্গীরের স্ত্রী বাদী হয়ে অভিযুক্ত শাহাব উদ্দিনসহ মোট ৭ জনের নাম উল্লেখ করে সন্দ্বীপ থানায় হত্যা মামলা করেন। এরপর থেকে অভিযুক্ত শাহাব উদ্দিন পালাতক ছিলেন। পরে রাজধানীতে র‍্যাবের হাতে তিনি গ্রেপ্তার হন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুক্তভোগী জাহাঙ্গীরকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। শাহাব উদ্দিন সন্দ্বীপ গাছুয়া এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে জানান তিনি। 

ট্যাগ: আসামি
চবি উপ-উপাচার্যের মেয়ের নিয়োগের তদন্ত দাবি করে যা বললেন মির…
  • ১৪ জানুয়ারি ২০২৬
প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়া বিএনপি প্রার্থীকে কারণ দর্শান…
  • ১৪ জানুয়ারি ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের সর্বশেষ রিলিজ স্লিপের তালিকা প্রকাশ কাল
  • ১৪ জানুয়ারি ২০২৬
জুলাই অভ্যুত্থানের আসামীর পদোন্নতির প্রতিবাদ করায় ছাত্রদল ন…
  • ১৪ জানুয়ারি ২০২৬
সব রেকর্ড ভাঙল স্বর্ণ, ভরি কত?
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা …
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9