‘বিএসএফকে শায়েস্তা করতে বিজিবি যথেষ্ট’

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া  © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে বলে জানিয়েছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চৌকা বিওপির বাখের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গোলাম কিবরিয়া বলেন, সীমান্তবাসী বিজিবিকে সহযোগিতা করলে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গড়তে বিজিবির সহায়তা প্রয়োজন। ৫০০-১০০০ টাকার জন্য কেউ সীমান্তে যাবেন না। আমাকে বললে বিকল্প ব্যবস্থা করা হবে।

স্থানীয়দের উদ্দেশে তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। আমাদের জন্য দেশ সবার আগে, জীবন দিয়ে হলেও আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।

সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবির সহকারী পরিচালক মো. বেলাল, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী, স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ৬ জানুয়ারি চৌকা সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে, গত শনিবার সকালে ভারতের নাগরিকরা বিএসএফের সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের আম গাছ ও ফসল কেটে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা বাংলাদেশি কৃষকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফের প্রশ্রয়ে ভারতীয় দুষ্কৃতিকারীরা বারবার বাংলাদেশি কৃষকদের জমিতে প্রবেশ করে ফসল নষ্ট করছে। তবে বিজিবি কর্তৃপক্ষ সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে।

বিজিবি অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, আমাদের লক্ষ্য শুধু সীমান্ত সুরক্ষা নয়, সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা দেওয়া। আমরা সর্বদা সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখছি এবং জনগণের সার্বিক সহায়তা নিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence