আজ ফেনী আসবেন কাবা শরীফের সাবেক ইমাম

১৭ জানুয়ারি ২০২৫, ১২:১১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ হাসান বিন আবদুল হালিম বুখারি

কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ হাসান বিন আবদুল হালিম বুখারি © ফাইল ফটো

দুই দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনে যোগ দিতে ফেনীতে আসছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।

শুক্রবার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার আয়োজনে ১০ম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে যোগ দেবেন তিনি।

বৃহস্পতিবার শুরু হওয়া মহাসম্মেলনের দ
শেষ দিনে (শুক্রবার) জুমার নামাজের ইমামতি করবেন ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।

এক সংবাদ সম্মেলনে মহাসম্মেলনের আয়োজক ও মাদরাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর জানান, রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিগত বছরগুলোতে দেশ ও দেশের বাইরের বরেণ্য আলেমদের অংশগ্রহণে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এ বছর সম্মেলন আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার। তিনি কাবা শরীফের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের সদস্য হিসেবে কর্মরত। কর্মজীবনের শুরুতে তিনি ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত মসজিদ আল হারামাইন শরিফের অভ্যন্তরীণ একাডেমিতে শিক্ষক ছিলেন। এরপর ২০০৪ সাল পর্যন্ত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে কাজ করেন। ২০০৮ ও ২০১৫ সালে তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের সরকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মুফতি আহমাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলনে সৌদি আরবের মক্কার হারাম শরীফের মুফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আস-সেহলী, ভারতের দারুল উলুম দেওবন্দের হাদীস ও ফিকহ বিভাগের শিক্ষা সচিব শায়েখ আফজাল কাইমুরী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, মাওলানা আশেকে এলাহী, আন্তর্জাতিক ক্বেরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব সাদ সাইফুল্লাহ মাদানী, মুফতি আব্দুল্লাহ আল সালেহী, মাওলানা মেরাজুল হক বয়ান করবেন।

সংবাদ সম্মেলনে ফেনী জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী, সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পেয়ার আহমদ, রবিউল হাসান, আব্দুর রশিদ জুয়েল, মোহাম্মদ আলী, মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মুফতি মোহাম্মদ হাসান, মাওলানা সাঈদ আহমেদ, বশির আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্রত্ব শেষ হওয়া তিন নেতাকে নিয়ে ইবি ছাত্রশিবিরের কমিটি
  • ১৩ জানুয়ারি ২০২৬
ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন
  • ১৩ জানুয়ারি ২০২৬
ভারতে বাংলাদেশ দলের জন্য বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: আই…
  • ১৩ জানুয়ারি ২০২৬
ইরানে বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘দেশে কার্যকর বিচারব্যবস্থা না থাকায় অপরাধ প্রবণতা বাড়ছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
রিয়াল মাদ্রিদের নতুন কোচ, কে এই আলভারো আরবেলোয়া
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9