আজ ফেনী আসবেন কাবা শরীফের সাবেক ইমাম

১৭ জানুয়ারি ২০২৫, ১২:১১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ হাসান বিন আবদুল হালিম বুখারি

কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ হাসান বিন আবদুল হালিম বুখারি © ফাইল ফটো

দুই দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনে যোগ দিতে ফেনীতে আসছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।

শুক্রবার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার আয়োজনে ১০ম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে যোগ দেবেন তিনি।

বৃহস্পতিবার শুরু হওয়া মহাসম্মেলনের দ
শেষ দিনে (শুক্রবার) জুমার নামাজের ইমামতি করবেন ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।

এক সংবাদ সম্মেলনে মহাসম্মেলনের আয়োজক ও মাদরাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর জানান, রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিগত বছরগুলোতে দেশ ও দেশের বাইরের বরেণ্য আলেমদের অংশগ্রহণে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এ বছর সম্মেলন আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার। তিনি কাবা শরীফের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের সদস্য হিসেবে কর্মরত। কর্মজীবনের শুরুতে তিনি ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত মসজিদ আল হারামাইন শরিফের অভ্যন্তরীণ একাডেমিতে শিক্ষক ছিলেন। এরপর ২০০৪ সাল পর্যন্ত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে কাজ করেন। ২০০৮ ও ২০১৫ সালে তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের সরকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মুফতি আহমাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলনে সৌদি আরবের মক্কার হারাম শরীফের মুফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আস-সেহলী, ভারতের দারুল উলুম দেওবন্দের হাদীস ও ফিকহ বিভাগের শিক্ষা সচিব শায়েখ আফজাল কাইমুরী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, মাওলানা আশেকে এলাহী, আন্তর্জাতিক ক্বেরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব সাদ সাইফুল্লাহ মাদানী, মুফতি আব্দুল্লাহ আল সালেহী, মাওলানা মেরাজুল হক বয়ান করবেন।

সংবাদ সম্মেলনে ফেনী জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী, সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পেয়ার আহমদ, রবিউল হাসান, আব্দুর রশিদ জুয়েল, মোহাম্মদ আলী, মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মুফতি মোহাম্মদ হাসান, মাওলানা সাঈদ আহমেদ, বশির আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০
  • ০২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন অভিজ্ঞতা ছ…
  • ০২ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার…
  • ০২ জানুয়ারি ২০২৬
এনইআইআর চালুর পরও ৯০ দিন চালু থাকবে অবৈধ ও ক্লোন করা মুঠোফোন
  • ০২ জানুয়ারি ২০২৬
জামায়াতের সঙ্গে মতভেদ নিয়ে যা বললেন মুফতি ফয়জুল করীম
  • ০২ জানুয়ারি ২০২৬
কর্মস্থল থেকে ফেরার পথে প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!