বিজিবির বাধায় সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের

  © সংগৃহীত

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বাধায় বাংলাদেশ-ভারত সীমান্তে দুই দেশের সীমানায় বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু, এতে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আবারও মঙ্গলবার বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওইদিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়, তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুত কাজ শুরু হবে। তবে, আমরা কোনো দিন-তারিখ নির্ধারণ করছি না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাঙ্কার তৈরি করা হয়েছে। যেখানে পাহারা দিচ্ছেন বিজিবির সদস্যরা। ওই সময় সাধারণ মানুষকেও সেখানে পাহারা দিতে দেখা যায়। তবে এ মুহূর্তে বাংলাদেশ-ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ