নোয়াখালীতে মিছিল চলাকালে যুবদল নেতার মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ AM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ AM
নোয়াখালীর হাতিয়া উপজেলায় যুবদলের মিছিল চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফারুক নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ফারুক উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে এবং একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে সোনাদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম কাজল বলেন, 'বৃহস্পতিবার রাতে স্থানীয় চরচেঙ্গা বাজারে যুবদলের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। ফারুক ৮নং ওয়ার্ড বাংলাবাজার থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে সভাস্থলে আসেন। মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে পড়ে যায় এবং নাক- মুখ থেকে ফেনা বের হয়ে যায়। পরে তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিপন চন্দ্র দাস জানান, 'ফারুক নামের ওই ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হলে তাকে মৃত পাওয়া যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।'
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আজমল হুদা বলেন, 'যুবদল নেতার মৃত্যুর বিষয়টি আমি অন্য মাধ্যমে জানতে পেরেছি, তবে দলীয় বা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি।'