ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে আগুন

সাংবাদিক জাহিদুল ইসলামের বাড়িতে আগুন
সাংবাদিক জাহিদুল ইসলামের বাড়িতে আগুন  © সংগৃহীত

বরিশালের ঝালকাঠিতে সাংবাদিক জাহিদুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী সাংবাদিক জাহিদুল ইসলাম।  

এ বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি জানান, গত ১০ দিন ধরে তার বাড়িতে কেউ ছিলেন না। হঠাৎ করে শুক্রবার রাত সাড়ে ১০ টার পরে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন তার বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে তিনি ফায়ার সার্ভিসকে ফোন দেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ' আমি এটিকে পরিকল্পিত অগ্নিকাণ্ড বলে মনে করছি। কেননা 
এ ঘটনায় জমিজমার দলিলপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র খোয়া গেছে। কাগজপত্রগুলো যে ট্রাঙ্কে ছিল সেটিও ভাঙা অবস্থায় পাওয়া গেছে। যদি আগুনে পুড়ে যেত তাহলে অন্তত ছাই থাকত।'  

অগ্নিকাণ্ডের ঘটনায় কাউকে সন্দেহ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আপাতত এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। আমি আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বাড়িতে পৌঁছেছি। কিছুক্ষণ পরে থানায় যাবো।'

এ বিষয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. ওয়াদুদ হাওলাদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, শুক্রবার রাত ১১ টার দিকে তারা আগুন লাগার খবর পান। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হোন। কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে তাদের গাড়ি থামাতে হয়। সেখান থেকে প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়। 

তিনি আরও বলেন, 'আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে বাড়ির প্রায় সব ফার্নিচার পুড়ে গিয়েছে। ঘটনার সময় বাড়ির লোকজন উপস্থিত না থাকায় আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।'


সর্বশেষ সংবাদ