সেন্টমার্টিন থেকে ফেরার পথে ৭১ পর্যটক নিয়ে বিকল জাহাজ

এমভি গ্রিন লাইন জাহাজ
এমভি গ্রিন লাইন জাহাজ  © সংগৃহীত

এমভি গ্রিন লাইন জাহাজ দিয়ে সেন্টমার্টিন থেকে কক্সবাজারে ফিরছিলেন ৭১ পর্যটক। এসময় ইঞ্জিন বিকল হয়ে সাগরে আটকা পড়েছেন তারা। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়া এলাকায় পৌঁছালে বৈদ্যুতিক শর্টসার্কিটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিন লাইনের কক্সবাজারের ব্যবস্থাপক মোহাম্মদ সুলতান। তিনি জানান, সেন্টমার্টিন থেকে যাত্রা শুরু করে জাহাজটি টেকনাফের বাহারছড়া এলাকায় পৌঁছালে বৈদ্যুতিক শর্টসার্কিটে হঠাৎ জেনারেটর বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তখনো কক্সবাজার পৌঁছাতে দরকার ৪-৫ ঘণ্টা। 

তিনি আরও জানান, রাতের আঁধারে পর্যটকদের নিরাপত্তা বিবেচনা করে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় জাহাজটি নোঙর করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উদ্দিন বলেন, শর্টসার্কিটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে আটকে পড়েছে এমভি গ্রিন লাইন জাহাজ। দুটি বাস দিয়ে জাহাজে থাকা পর্যটকদের নিরাপদে কক্সবাজার শহরে নিয়ে আসার কাজ চলছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence