শিক্ষা-গবেষণায় একসঙ্গে কাজ করবে ইউআইইউ এবং গ্রামীণফোন

২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
ইউআইইউ এবং গ্রামীণফোনের চুক্তি সই

ইউআইইউ এবং গ্রামীণফোনের চুক্তি সই © টিডিসি ফটো

গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি এবং দক্ষতা ও উন্নয়নমূলক উদ্যোগগুলো উৎসাহিত করতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং গ্রামীণফোন লিমিটেডের (জিপি) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ইউআইইউ ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা চুক্তি অনুযায়ী দুই প্রতিষ্ঠান প্রশিক্ষণ ও করপোরেট সম্পৃক্ততার মাধ্যমে যৌথভাবে কাজ করবে। এর মধ্যে লেকচার, সেমিনার, ও কনফারেন্সের মতো বিভিন্ন জ্ঞানভিত্তিক ইভেন্ট অনুষ্ঠিত হবে যেখানে শিক্ষার্থী, একাডেমিকস ও ইন্ডাস্ট্রি লিডাররা একত্র হবেন এবং যা তাদের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দেবে।

এই চুক্তির ফলে ইউআইইউর শিক্ষার্থীরা উচ্চ চাহিদাসম্পন্ন বিষয়গুলোত বিশেষায়িত প্রশিক্ষণ লাভ করবেন, যা তাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলবে।

ইউআইইউ ও গ্রামীণফোন বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করবে। এ ছাড়া গ্রামীণফোনের ক্যাম্পাস কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, ক্যারিয়ার উন্নয়নের পরামর্শ ও ইন্ডাস্ট্রি অভিজ্ঞতার সুযোগ করে দেবে। এর মাধ্যমে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধ তৈরি হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর ট্রেজারার মোহাম্মদ আবদুল মোকাদ্দেম। এ সময় উপস্থিত ছিলেন জিপির সার্ভিস ডেলিভারি অ্যান্ড এক্সপেরিয়েন্সের প্রধান শায়লা রহমান, জিপির এমপ্লয়ি এক্সপেরিয়েন্সের প্রধান এএনএম আল ফারাবি, জিপির এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন, ইউআইইউর পরিচালক (কো-অর্ডিনেশন) এবং সাবেক রেজিস্ট্রার প্রফেসর এ এস এম সালাহউদ্দিন, ইউআইইউ ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক নাহিদ হাসান খান এবং ইউআইইউ জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান এবং গ্রামীণফোন লিমিটেডের (জিপি) চিফ হিউম্যান রিসোর্স অফিসার সায়েদা তাহিয়া হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদ সদস্য এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
ইটভাটা থেকে ৭ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন মাসুম বিল্লাহ
  • ১১ জানুয়ারি ২০২৬
লাজ ফার্মায় চাকরি, পদ ১২, আবেদন এইচএসসি পাসেই
  • ১১ জানুয়ারি ২০২৬
রিনা তালুকদারসহ ৮ বহিষ্কৃত নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ১১ জানুয়ারি ২০২৬
ডিএমপির স্পেশাল আদালতে এক মাসে ৪ হাজারের বেশি মামলা নিষ্পত্…
  • ১১ জানুয়ারি ২০২৬
ইসিতে দ্বিতীয় দিনের প্রথমার্ধে আপিল শুনানি বৈধ ঘোষণা ২৭, বা…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9