গুপ্তহত্যার প্রতিবাদে ফেনীতে ছাত্রসমাজের বিক্ষোভ

১৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীদেরকে গুপ্তহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্রসমাজ ফেনী জেলা। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে জেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে শহিদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ মিলিত হয়।

এ সময় ‘সন্ত্রাসীরা ছাত্র মারে, প্রশাসন কি করে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ধিক ধিক ধিক্কার, মোদি তুই ধিক্কার’, ‘বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘জ্বালােরে জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, স্লোগান দেন তারা।

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, জুলাই বিপ্লবে সক্রিয় যোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী কয়েকজন শিক্ষার্থী গুপ্তহত্যার শিকার হয়েছেন। তারা উল্লেখ করেন, এই হত্যাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দ্রুত সময়ের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে খুনিদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে, জুলাই বিপ্লবে ভূমিকা রাখা সকল সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি তোলেন তারা।

বক্তব্যে বিপ্লবী ছাত্রসমাজ প্ল্যাটফর্মের প্রতিনিধি রফিকুল ইসলাম বলেন, খুনি হাসিনার শাসনামলে আমার ভাইদেরকে গুপ্তহত্যা করা হয়েছে, কিন্তু তাদের বিচার আজও হয়নি। আমরা এখনও দেখছি, আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণকারী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তিন ভাইকে হত্যা করা হয়েছে। অথচ উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হত্যাকারীদের অতিদ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

বিপ্লবী ছাত্রসমাজ প্ল্যাটফর্মের সংগঠক নাঈম ফরায়জী বলেন, এসব হত্যাকাণ্ড পরিকল্পিত। ফ্যাসিস্টের দোসররা এখনও দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। এখন তারা সুকৌশলে আমাদের সহযোদ্ধাদের টার্গেট করেছে। কিন্তু ছাত্র সমাজকে এসব ষড়যন্ত্র করে আর দমিয়ে রাখা যাবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি।

ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম বলেন, বর্তমানে আমরা জুলাই বিপ্লবে শহিদ হওয়া ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আছি। যে বিপ্লবী সরকার আমরা গঠন করেছি, সেই সরকার আমাদের ভাইদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। যারা জুলাই বিপ্লব ঘটিয়েছে তাদের সুরক্ষা দিতে পারছে না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের জুলাই বিপ্লবের সৈনিকদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এই বাংলাদেশকে রক্ষা করার জন্য যদি আবার রক্ত দিতে হয় সেই রক্ত দিতেও আমরা প্রস্তুত আছি।

বিপ্লবী ছাত্রসমাজ প্ল্যাটফর্মের সংগঠক নাঈম ফরায়জীর পরিচালনায় এতে আরও বক্তব্য দেন, প্রতিনিধি আবদুল কাইয়ুম সোহাগ, বিপ্লবী ছাত্রসমাজের প্রতিনিধি তাহমিদুল ইসলাম, নূর হোসেন, রফিকুল ইসলাম রাতুল, বৈষম্যবিরোধী আন্দোলন ফেনী সদর উপজেলা প্রতিনিধি সালমান হোসেন, দাগনভূঞা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি বদরুদ্দজামান নোবেল। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিপ্লবী ছাত্রসমাজ প্ল্যাটফর্মের অন্যান্য প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবিতে আওয়ামীপন্থি সাবেক প্রক্টর বিভাগের চেয়ারম্যান হওয়ায় শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9