ফেনীতে কোরআন খতমে বিজয় দিবস উদযাপন

১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
বুকে বাংলা দেশের পতাকা বেঁধে কোরআন খতম করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা

বুকে বাংলা দেশের পতাকা বেঁধে কোরআন খতম করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা © সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফেনীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম করেছে ফেনী মারকাজ উমর রা. মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থীরা। কোরআন খতম শেষে শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণ হতে পায়ে হেঁটে শহরের ট্রাংক রোড প্রদক্ষিণ করে জেল রোডস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভতে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করে।   

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ফজরের নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গণে এক সঙ্গে ১২০ জন হিফজ বিভাগের শিক্ষার্থী বুকে দেশের পতাকা বেঁধে কোরআন খতম করে।  

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ মাওলানা নুরুল করিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'কোরআন খতম ও দোয়ার মাধ্যমে  শহীদের আত্মার মাগফেরাত কামনায় প্রতিবছর এমন আয়োজন করা হয়। মারকাজ উমর রা. মাদ্রাসা বাংলাদেশের ঐতিহাসিক, ঐতিহ্যবাহী এবং গৌরবময় ধর্মীয় শিক্ষার ধারাকে সম্মানের সঙ্গে লালন করে। এই প্রতিষ্ঠানটি ধর্মীয় রীতিনীতি ও নৈতিকতা অনুসরণ করে সমাজের সামনে একটি নান্দনিক দৃষ্টান্ত স্থাপন করতে বদ্ধপরিকর।'

সহকারী শিক্ষক মুহাম্মাদ নাদের চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, 'মারকাজ উমর রা. মাদ্রাসা প্রতিবছর ভিন্নধর্মী আয়োজনের মধ্যে দিয়ে বিভিন্ন দিবস পালন করে থাকে। এসব আয়োজন শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ সাধন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'

মাদ্রাসার শিক্ষার্থীরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, 'মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর সন্তানেরা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা কখনো ভুলবার নয়। বিজয় দিবসের এই মহিমান্বিত দিনে তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করাই আমাদের নৈতিক দায়িত্ব। তাই শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা এই বিশেষ দিনে কোরআন খতমের মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করি যাতে তারা চিরশান্তিতে থাকতে পারেন এবং তাদের ত্যাগের মহিমায় আমাদের প্রজন্ম অনুপ্রাণিত হতে পারে।'

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেল কি হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬