সেনাবাহিনীর নামে টাকা তুলতেন স্বেচ্ছাসেবক দলের নেতা, অতঃপর...

মো. ইকবাল
মো. ইকবাল  © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীকে দিতে হবে বলে মো. ইকবাল মানুষের কাছ থেকে টাকা নিতেন। এ ব্যাপারে ভুক্তভোগী তিন ব্যক্তি সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে অভিযোগ দেন। পরে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রমাণ মেলে। তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার বেলা ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে লোহাগাড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।

গ্রেপ্তার মো. ইকবাল (৩৫) লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার চুনতি ইউনিয়নের কাঁঠালিয়াপাড়া এলাকার আবদুল আজিজের ছেলে।

পুলিশ ও সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীকে দিতে হবে বলে ইকবাল মানুষের কাছ থেকে টাকা আদায় করত। এ ব্যাপারে ভুক্তভোগী তিন ব্যক্তি সেনাবাহিনীর কাছে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে গতকাল ইকবালকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর লোহাগাড়া ক্যাম্পে ডাকা হয়। জিজ্ঞাসাবাদে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন এবং কয়েকজনকে টাকা ফেরত দেন। এরপর তাকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর গতকাল বিকেলে ইকবালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে দলের আর কোনো সম্পর্ক নেই।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, ইকবাল পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ (রোববার) সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।


সর্বশেষ সংবাদ