পদত্যাগ করলেন জ্যেষ্ঠ সচিব ড. আবদুল মোমেন, হতে পারেন দুদক চেয়ারম্যান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ PM

পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানানো হয়েছে। ৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আবদুল মোমেন।
আবদুল মোমেন তার পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করেছেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে পারেন। এ জন্যই তিনি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ১৮ আগস্ট এই পদে যোগদান করেন। গত ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।
ড. আবদুল মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ায় যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরু্ত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন।
ড. মোমেন ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিআরটিএর চেয়ারম্যান ও বিমানের এমডি ছিলেন। তার আগে নব্বইয়ের দশকে তিনি ছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস। এ ছাড়াও তিনি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও ইয়াজউদ্দিন আহম্মেদের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে যুগ্ম সচিব থাকা অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার তাকে চাকরিতে ফিরিয়ে এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব দিয়েছিলেন।
তার জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৭, ঢাকায়। বেড়ে ওঠা ও জীবনযাপন এখানেই। ড. মোমেনের লেখক নাম আন্দালিব রাশদী। তিনি উচ্চপদস্ত সরকারি কর্মকর্তার পাশাপাশি বহুমাত্রিক লেখক। প্রধানত কথাসাহিত্যিক; পাশাপাশি প্রবন্ধ লিখেন, অনুবাদ করেন, কলাম লিখেন, শিল্পকলা বিষয়ক লেখালেখিও করে থাকেন। এ ছাড়াও কিশোর সাহিত্যে রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। লেখাপড়া করেছেন ঢাকা, ওয়েস্ ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র, স্নাতকোত্তর পাঠ নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে। পরে আইনও পড়েছেন, পিএইচডি করেছেন লন্ডনে। এ পর্যন্ত তাঁর শতাধিক বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস: ‘মিমির নোটবই’, ‘কাজল নদীর জলে’, ‘হাজব্যান্ডস’, ‘অধরা’, ‘ভারপ্রাপ্ত সচিব’, ‘প্রতিমন্ত্রী’, ‘কৃষ্ণকলি’, ‘সেকেন্ড লেনে হেলেন’, ‘শর্মিষ্ঠা’ ইত্যাদি। ছোটগল্প: ‘ডায়ানা যেদিন সিঁড়িতে বমি করল’, ‘একটি পরিত্যক্ত কেলভিনেটর ফ্রিজের গল্প’ ইত্যাদি। প্রবন্ধ: ‘আমলা শাসানো হুকুমনামা’, ‘লেডি গোদিভা ও অন্যান্য প্রবন্ধ’ ইত্যাদি।