রাতের খাবার খেয়ে অসুস্থ মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে

আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে
আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে  © সংগৃহীত

রাজধানীর বংশালে একটি মাদ্রাসায় রাতের খাবার খেয়ে শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে বংশালের আল-জামিয়া ফোরকানিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বর্তমানে তারা ঢামেকের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

ওই মাদ্রাসার শিক্ষক এহসানুর রহমান গণমাধ্যমকে বলেন, তাদের আজ রাতের খাবার এক ব্যক্তি বাইরে থেকে মাদ্রাসায় দিয়ে যান। সেই খাবার খেয়ে তাদের শিক্ষকসহ ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, রাতের খাবার খেয়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৫০ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ