বাংলাদেশে ব্রিটেনের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি

যুক্তরাজ্যের পতাকা
যুক্তরাজ্যের পতাকা  © সংগৃহীত

বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকির কথা জানিয়ে বৃটিশ নাগরিকদের ভ্রমণে সতর্ক করেছে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) হাইকমিশনের হালনাগাদ ভ্রমণ পরামর্শে বাংলাদেশে নির্বিচার সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করা হয়।  

ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা, রাজনৈতিক সভা-সমাবেশসহ বিভিন্ন জায়গায় হামলার ঝুঁকি রয়েছে। বিশেষভাবে কিছু গোষ্ঠী ইসলাম পরিপন্থি জীবনধারা ও মতামত পোষণকারী ব্যক্তিদের টার্গেট করছে।  

হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর ওপর হামলার নজির রয়েছে। প্রধান শহরগুলোতে এসব হামলায় বিস্ফোরক ব্যবহৃত হয়েছে। বাংলাদেশি কর্তৃপক্ষ এসব হামলা প্রতিরোধে কাজ করে যাচ্ছে। তবে স্বল্প সময়ের নোটিশে চলাচলে বিধিনিষেধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হতে পারে।  

বৃটিশ নাগরিকদের উদ্দেশে হাইকমিশন বলেছে, চারপাশ সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর আশপাশে এবং বড় সমাবেশ এড়িয়ে চলতে হবে।  

ভ্রমণ সতর্কতায় আরও বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, যা প্রাণহানি ও বহু আহতের কারণ হয়। বর্তমান পরিস্থিতিও অস্থির। রাজনৈতিক মিছিল ও সমাবেশ দ্রুত সহিংস হয়ে উঠতে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে।  

এছাড়া বিক্ষোভ ও ধর্মঘটের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সহিংসতার ঝুঁকি রয়েছে। সাম্প্রতিক অস্থিরতার ফলে কিছু থানা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বেশিরভাগ পুনরায় সচল হয়েছে, তবে পুলিশের পূর্ণ সদস্যসংখ্যা এখনো কাজে ফেরেনি।  

বৃটিশ হাইকমিশন জানিয়েছে, এই পরিস্থিতিতে ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্র সক্রিয় রয়েছে। এর মধ্যে ডাকাতি, সহিংস অপরাধ এবং ধর্ষণের ঘটনা উল্লেখযোগ্য।  বৃটেনের ভ্রমণ সতর্কতা বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির গুরুত্ব বাড়ানোর পাশাপাশি বিদেশি নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তাও তুলে ধরেছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence