মোল্লা কলেজে আজও থমথমে পরিস্থিতি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM

রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে আজও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনজীবন ও যান চলাচল স্বাভাবিক থাকলেও সেখানে এখনো বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ ও সাঁজোয়া যান।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন হুসাইন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেজন্য দুই প্লাটুন ফোর্স মোতায়নে রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।’
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তে কলেজ বন্ধ রয়েছে। ভেতরে কাউকে যেতে দেয়া হচ্ছে না।
এদিকে, ভাঙা কলেজ ভবন দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক জনতা।
এর আগে গতকাল সোমবার (২৫ নভেম্বর) ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়। এসময় কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।