এবার ইসির সম্মেলন কক্ষ থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

ম্মেলন কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর মুহুর্তে
ম্মেলন কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর মুহুর্তে  © সংগৃহীত

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে, এর আগে বঙ্গভবনের দরবার হল এবং সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও ছবিটি সরানো হয়েছিল। রবিবার (২৪ নভেম্বর), প্রধান নির্বাচন কমিশনারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে, ইসি কর্মীরা সম্মেলন কক্ষে প্রবেশ করে ছবিটি সরিয়ে নেন।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। তবে আনুষ্ঠানিকতা ও মধ্যাহ্নভোজের কারণে বিলম্ব ঘটে। বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনের দুই কর্মী পঞ্চম তলায় অবস্থিত সম্মেলন কক্ষে আসেন এবং দীর্ঘদিন ধরে দেয়ালে টাঙানো বঙ্গবন্ধুর ছবিটি নামিয়ে ফেলেন। সংবাদ সম্মেলনটি পরে সাড়ে ৪টায় শুরু হয়।

এর আগে, ১১ নভেম্বর বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর খবর দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এক ফেসবুক পোস্টে তিনি জানান, বঙ্গভবনের দরবার হল থেকে '৭১ পরবর্তী সময়ের শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। পোস্টে তিনি উল্লেখ করেন, "জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না।"

পরে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণের পর, মন্ত্রণালয়ের বিভিন্ন কক্ষ থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ নভেম্বর রাতে এ তথ্য জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।


সর্বশেষ সংবাদ