বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা ৭৪৭ পুলিশ চিহ্নিত

০৩ নভেম্বর ২০২৪, ১১:০০ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করছে পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করছে পুলিশ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে গত জুলাই মাসের ১৮ থেকে ২১ তারিখের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামে গুলি চালানো পুলিশ সদস্যদের চিহ্নিত করার কাজ চলছে। ইতিমধ্যে অন্তত ৭৪৭ পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে, যারা কনস্টেবল থেকে শুরু করে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার। এ গুলিবর্ষণের ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যাচাই-বাছাই করছে।

আন্দোলনের সময়, পুলিশের হাতে প্রাণঘাতী গুলির ঘটনা ঘটে। এ সময় ৩৫৭ পুলিশ সদস্য প্রায় ৮ হাজার গুলি ছুড়েছেন, যার ফলে অনেক বিক্ষোভকারী নিহত এবং আহত হয়েছেন। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, যারা অতি বলপ্রয়োগ করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ আহ্বান করা হয়েছিল। চার দিনের মধ্যে ১৫০ জনের বেশি প্রাণহানির ঘটনা ঘটে এবং পুলিশের বিরুদ্ধে অন্তত ১১৫টি মামলা দায়ের করা হয়। আইনজীবীদের সংগঠন ‘লয়ার ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট’ মামলাগুলোর এজাহার পর্যালোচনা করে গুলি চালানোর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের তালিকা তৈরি করেছে।

আরও পড়ুন: আন্দোলনে গুলি করে শিক্ষার্থী হৃদয় হত্যা মামলায় ওলামা লীগ নেতা গ্রেপ্তার

তালিকার মধ্যে ৭৪৭ পুলিশ সদস্যের মধ্যে ৪৬৭ জন কনস্টেবল, ১০৬ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ১৫৭ জন উপ-পরিদর্শক (এসআই), ২ জন পরিদর্শক এবং ১ জন এএসপি রয়েছেন। অন্য সদস্যরা পুলিশ বিভাগের অন্যান্য পদমর্যাদার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ আন্দোলন দমাতে ২৬ হাজার ২৩টি গুলি ব্যবহার করেছে, যার মধ্যে ১৬ হাজার ৯১২টি প্রাণঘাতী ছিল। অধিকাংশ গুলির ঘটনায় ‘এইম ফায়ার’ বা লক্ষ্যবস্তু করে গুলি করার অভিযোগ উঠেছে।

আইজিপি ময়নুল ইসলাম বলেন, পুলিশের মধ্যে অতি বলপ্রয়োগকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশনাকারী কিছু কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইরান প্রেসিডেন্টের, ‘…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানের এবারের বিক্ষোভ কেন নজিরবিহীন
  • ১২ জানুয়ারি ২০২৬
কলমাকান্দা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মাওলানা কামাল
  • ১২ জানুয়ারি ২০২৬
আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো …
  • ১২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9