রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ঢাবি রাজু ভাস্কর্যে অবস্থান

রাজু ভাস্কর্যের পাদদেশে স্বারক’র অবস্থান কর্মসূচি
রাজু ভাস্কর্যের পাদদেশে স্বারক’র অবস্থান কর্মসূচি  © টিডিসি ফটো

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাওয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় রাষ্ট্রপতিতে অপসারণ করে শাস্তির দাবি জানান তারা।

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটির (স্বারক) ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। তাদের চার দাবির মধ্যে রয়েছে, ‘ফ্যাসিবাদের দোসর অবৈধ রাষ্ট্রপতি’ চুপ্পুকে অপসারণ; সংবিধান বাতিল করা; বিপ্লবী জাতীয় সরকার গঠন করা এবং ‘সন্ত্রাসী সংগঠন’ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ১৪ দলকে নিষিদ্ধ করা।

আরো পড়ুন: অনশনে অসুস্থ ‘৩৫ চাই’ আন্দোলনকারীরা, হাসপাতালে ভর্তি অনেকে

এদিকে একই দাবিতে আজ বিকেলে গণজমায়েত করবে বিপ্লবী ছাত্রজনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, শহীদ মিনারে বেলা সাড়ে ৩টায় এ গণজমায়েত করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ এবং ‘ফ্যাসিবাদের দোসর’ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে এ গণজমায়েতের আয়োজন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ