এবার উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম শুরুর ঘোষণা আস-সুন্নাহ ফাউন্ডেশনের

শায়খ আহমাদুল্লাহ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো
শায়খ আহমাদুল্লাহ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো  © সংগৃহীত

এবার উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসংক্রান্ত একটি পোস্ট করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

পোস্টে তিনি লিখেছেন, ‘উত্তরবঙ্গের বন্যাকবলিত অঞ্চলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তবে এই তহবিলে আপাতত আমরা কোনো অর্থ সহায়তা নিচ্ছি না।
প্রয়োজন হলে আগামীতে ঘোষণা দেওয়া হবে।

তিনি আরো লিখেছেন, ‘নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে ত্রাণ কার্যক্রমের পর এখন চলছে পুনর্বাসন কার্যক্রম। যেসব জায়গায় আমাদের টিম পুনর্বাসনের কাজ করছে : ফেনীর ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নে ৪৩টি টিম, নোয়াখালীর ৮টি উপজেলার ৬৭টি ইউনিয়নে ৫২টি টিম, লক্ষীপুরের ২টি উপজেলার ১৮টি ইউনিয়নে ১৯টি টিম, কুমিল্লা ৪টি উপজেলার ৩১টি ইউনিয়নে ৩১টি টিমসহ মোট ১৪৫টি টিম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence