‘ইসলামি দলকে ভালোবাসি’, ইসলামী আন্দোলনে যোগ দিয়ে বললেন শ্রমিক লীগ নেতা

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের

আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের © সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় গণসমাবেশ শেষে শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ মোট ৯ জন ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস’র মাঠে পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করেন।

যোগদান করা নেতারা হলেন কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সাবেক একাংশ কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ছাত্রলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ আলাউদ্দিন ও মো. সোহাগ। এ ছাড়া বাকিরা সবাই কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এর আগে বিকাল ৩টায় মহিপুর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে মহিপুর থানা শাখার সভাপতি মোসলেম উদ্দিন মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান।

প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা সহসভাপতি হাওলাদার মোহাম্মাদ সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আর আই এম অহিদুজ্জামান, সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান আব্বাসী, ধূলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম প্রমুখ।

গণসমাবেশে বক্তারা বলেন, সাম্য, ন্যায়বিচার ও আদর্শভীত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। এই স্বাধীনতা দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে অরাজকতা দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে সবাইকে আহ্বান জানান।

শ্রমিক লীগ থেকে যোগ দেওয়া মো. আলমগীর হোসেন বলেন, আমি মুসলমান হিসেবে ইসলামি দলকে ভালোবাসি। তাই অনেক দিন থেকেই যোগ দেওয়ার চেষ্টা করছি। এখন সুযোগ পেয়ে যোগ দিয়েছি। পরবর্তীতে আর দল পরিবর্তনের চিন্তা নেই।

পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান বলেন, তারা দলে আসতে চেয়েছে, সে কারণে তাদের নেওয়া হয়েছে। তবে আমরা তাদের পূর্ববর্তী কাজের খোঁজখবর নেবো। আওয়ামী লীগের ঘৃর্ণিত কর্মকাণ্ড এবং ইসলামের বিরুদ্ধে যদি কোনো কাজের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বহিষ্কার করা হবে। পরে তাদের সব কার্যক্রম পর্যালোচনাও করা হবে। যাদি ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নিয়মের বাইরে গিয়ে কিছু করে, তাহলেও তাদের বহিষ্কার করা হবে।

ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে ব্রকোলিসহ ৩ সবজি
  • ১১ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার নৌকার মাঝি এখন ভিপি নুরদের ট্রাকে
  • ১১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬, আবেদন এইচএসসি-এস…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ১১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
  • ১১ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেফতার ৩৯
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9