শ‍্যামনগর থানায় নতুন ওসি মেহেদী হাসানের যোগদান

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
মেহেদী হাসান

মেহেদী হাসান © সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মেহেদী হাসান। এর আগে তিনি সাতক্ষীরা আদালত পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি বা যোগদানের আদেশ দিচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় মেহেদী হাসানকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সাতক্ষীরা ও শ্যামনগরের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে ওসি মেহেদী হাসান বলেন, দায়িত্ব পালনকালে সাতক্ষীরা ও শ্যামনগর থেকে যেকোনো মূল্যে মাদক, চোরাকারবারি ও সন্ত্রাসীদের বিতাড়িত করা হবে। শুধু তা-ই নয়, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ বা ভুক্তভোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখা হবে।

প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, থানায় আসা সেবাপ্রত্যাশীদের কোনো প্রকার টাকাপয়সা খরচ হবে না এবং থানা এলাকায় ও আশপাশে কোনো প্রকার দালাল থাকবে না।

মেহেদী হাসান যশোরের সদর উপজেলার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন।

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি
  • ২৯ জানুয়ারি ২০২৬
একদিনে ইসির ১ লাখ ৯১ হাজার অর্থদণ্ড আদায়, কোন আসনে কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ঢাবি উপাচার্য
  • ২৯ জানুয়ারি ২০২৬
চেহারায় আমূল পরিবর্তন, জন আব্রাহামের স্বাস্থ্য নিয়ে উদ্বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফ্যাক্ট বিএনপির চেয়ারম্যান, কম যান না ডা. খালিদুজ্জামানও
  • ২৯ জানুয়ারি ২০২৬
সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি…
  • ২৯ জানুয়ারি ২০২৬