ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে রাশেদ খান মেননকে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১১:২০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানী মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি।
তবে, রাশেদ খান মেননকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে– সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনো তা নিশ্চিত করে জানানো হয়নি।
এর আগে সোমবার (১৯ আগস্ট) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।