গণভবনের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যেভাবে উদ্ধার হলো ৮ লাখ টাকা

গণভবন থেকে লুটের পর উদ্ধার হওয়া টাকা
গণভবন থেকে লুটের পর উদ্ধার হওয়া টাকা  © সংগৃহীত

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে লুট হওয়া আট লাখ টাকাসহ একটি সিন্দুক উদ্ধার হয়েছে। সোমবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার রায়ের বাজার বটতলা থেকে সিন্দুকটি উদ্ধার হয়। গত ৫ আগস্ট এগুলো লুট করা হয়েছিল।

র‌্যাবের একটি দায়িত্বশীল সূত্র মঙ্গলবার (১৪ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। র‍্যাব জানিয়েছে, গণভবন থেকে কয়েকজন সিন্দুকটি নিয়ে যান। তাঁদের একজন কিছু টাকা নিয়ে গ্রামে চলে যান। বাকি টাকা একজনের কাছে ছিল।

এ টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে একজন ফোন করে সেনাবাহিনীকে জানান। খবর পেয়ে সেনাবাহিনী ও র‍্যাব-২ রায়ের বাজারের একটি বাড়ি থেকে ৮ লাখ টাকা উদ্ধার করে।

আরো পড়ুন: রেজিস্ট্যান্স উইকে চার দাবিতে আজ যেসব কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ জনতা গণভবনে হামলা ও লুটপাট করেন। তারা টাকা, আসবাবপত্র, শাড়ি-গয়না, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী লুট করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence