যে কারণে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন আহমাদুল্লাহ

০৯ আগস্ট ২০২৪, ১২:২৩ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ © ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েও তা ফির‍িয়ে দিয়েছেন ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। এ বিষয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দেন তিনি।

পোস্টে শায়খ আহমদুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। সর্ব-প্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক, এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক, নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক—এই প্রত্যাশা তাদের প্রতি। 

আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিরয় আলেম প্রিয় মানুষ ড. আ ফ ম খালেদ হোসেন। মহান আল্লাহ তাঁর কাজ সহজ করে দিন এবং তাঁকে সঠিক পথে পরিচালিত করুন। 

অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার আগে অনেকেই শায়খ আহমাদুল্লাহ নাম প্রস্তাব করেছিলেন জানিয়ে তিনি বলেন, আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দু'দিন থরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন; যার উপযুক্ত আমি ছিলাম না—তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন।

সর্বশেষ তিনি বলেন, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময়ই বলে দিবে। তবে দোয়া করি, প্রিয় মাতৃভূমি ভালো থাকুক। নিরাপদ থাকুক আমাদের জীবন, সম্পদ, দীন ও ঈমান।

স্কুল মানে বড় বিল্ডিং নয়, ভালো মানের শিক্ষক: সালাউদ্দিন আহম…
  • ০৩ জানুয়ারি ২০২৬
পিঠে সুড়সুড়ি দিলেই ঘণ্টায় মিলবে ১২ হাজার টাকা!
  • ০৩ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৩১ জানুয়ারি পর্যন্ত
  • ০৩ জানুয়ারি ২০২৬
পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার
  • ০৩ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 
  • ০৩ জানুয়ারি ২০২৬
মায়ের দেখানো পথ ধরেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন: রি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!