দিল্লীতে পুতুলের কাছে রয়েছেন শেখ হাসিনা

দিল্লীতে পুতুলের কাছে রয়েছেন শেখ হাসিনা
দিল্লীতে পুতুলের কাছে রয়েছেন শেখ হাসিনা  © সংগৃহীত

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর শেখ হাসিনা এখন ভারতের রাজধানী দিল্লীতে আছেন। দিল্লীতে তিনি বসবাসরত তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গেই আছেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে এ তথ্য জানান জয়। সংবাদকর্মী আরাফাতুল ইসলাম সাক্ষাৎকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

তবে মন খারাপ শেখ হাসিনার। তিনি খুবই দুঃখিত ও মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত অবস্থায় আছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো বলেও জানিয়েছেন জয়।

জয় বলেন, তিনি (শেখ হাসিনা) দিল্লীতে আছেন, তার সঙ্গে আমার বোন (পুতুল) আছেন। 

সদ্য সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি আরও বলেন, তিনি (শেখ হাসিনা) ভালো আছেন তবে উনার মন খারাপ, যেই দেশের জন্য উনার বাবা জান দিয়েছে, পুরো পরিবার জান দিয়েছে, তিনি জেল খেটেছেন, সেই দেশের মানুষ তার ওপর আক্রমণ করতে যাবে তা আমরা কল্পনাও করিনি।

আরও পড়ুন: ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সর্বসম্মত সিদ্ধান্ত

তিনি আরও বলেন, এটাকে গণতান্ত্রিক আন্দোলন বলা হচ্ছে কিন্ত জ্বালাও পোড়াও করা, পুলিশের ওপর আক্রমণ করা, প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ করা, তার বাড়ি ভাঙচুর করা-এটাতো আন্দোলন না, এটা মব, এটা সন্ত্রাস।


সর্বশেষ সংবাদ