পালাতে গিয়ে বিমানবন্দরে ঢাবি ছাত্রলীগের সেক্রেটারিসহ ২ জন আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৫:৫২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে বিমানবন্দরে আটক করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়। তিনি ইমিগ্রেশনের হেফাজতে আছেন। রিয়াজও বিদেশ যাওয়ার চেষ্টার করতে গিয়ে আটক হন।
এদিকে, অভিনেত্রী অরুনা বিশ্বাসকে বিমানবন্দরের ইমিগ্রেশনে আটক করা হয়েছিল। তবে পরে তাকে ফ্লাই করতে দেওয়া হয়। তিনি কানাডায় বসবাস করছেন।