এক মাস পর মন্ত্রিসভার বৈঠক আজ, কারফিউ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় দেশে কারফিউ জারি করা হয়
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় দেশে কারফিউ জারি করা হয়  © ফাইল ছবি

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলছে কারফিউ। এরইমধ্যে প্রায় এক মাস পর আজ সোমবার (২৯ জুলাই) বসছে মন্ত্রিসভার বৈঠক। এ সভায় কারফিউ কত দিন চলবে তা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, সভায় মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সচিবরাও উপস্থিত থাকতে পারেন। দেশে চলমান কারফিউ কত দিন চলবে বা কীভাবে চলবে, সব বিষয় নিয়ে আলোচনা হতে পারে মন্ত্রিসভার বৈঠকে। 

আলোচনা শেষে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ মন্ত্রিসভার বৈঠক হয় গত ১ জুলাই।

আরো পড়ুন: সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আজ শিক্ষকদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিসভার একাধিক গণমাধ্যমকে বলেছেন, প্রায় এক মাস মন্ত্রিসভার বৈঠক হয়নি। এরই মধ্যে অনেক অঘটন ঘটেছে। শিক্ষার্থীদের আন্দোলন হাইজ্যাক করেছে বিএনপি-জামায়াত। তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকের তাৎপর্য আছে।


সর্বশেষ সংবাদ