ফাহিম ফয়সাল © সংগৃহীত
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ফাহিম ফয়সাল (১৯) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১২ জুন বিকেলে সাতক্ষীরা শহরের কাটিয়াস্থ ভাড়া বাসা থেকে বের হলেও আর বাসায় ফেরেনি ফাহিম। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন ফাহিমের বাবা।
ফাহিম ফয়সাল সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাঁতি গ্রামের পশু চিকিৎসক মো. রকিবুল ইসলাম মোড়লের ছেলে। সে সাতক্ষীরা সরকারি কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। চলতি বছর এইচএসসি পরীক্ষা দেয়ার কথা রয়েছে তার।
ফাহিম ফয়ালের বাবা রকিবুল ইসলাম মোড়ল জানান, সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে ফাহিম লেখাপড়া করে। গত ১২ জুন ভাই-বোনদের সঙ্গে বাইরে বের হয়। ভাই-বোনদের গ্রামের বাড়িতে রওনা করিয়ে দিয়ে সে সাতক্ষীরাতেই থেকে যায়। কিন্তু রাতে আর বাসায় ফেরেনি।
তারা বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুজি করে। কিন্তু ১৪ জুন রাত পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। সাতক্ষীরা সদর থানায় নিখোঁজের বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।