উপকূলে গাছ কাটা-পাখি শিকার বন্ধের আহবান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তরুণদের

১৩ এপ্রিল ২০২৪, ১২:৫১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
সুন্দরবনের গাছ কাটা বন্ধ ও উপকূলের জীববৈচিত্র্য রক্ষায় ‘গ্রীন কোস্ট মুভমেন্ট’

সুন্দরবনের গাছ কাটা বন্ধ ও উপকূলের জীববৈচিত্র্য রক্ষায় ‘গ্রীন কোস্ট মুভমেন্ট’ © সংগৃহীত

মুন্ডা সম্প্রদায় ও উপকূলের তরুণদর সম্পৃক্ত করে সুন্দরবনের গাছ কাটা বন্ধ ও উপকূলের জীববৈচিত্র্য রক্ষায় ‘গ্রীন কোস্ট মুভমেন্ট’র আয়োজন করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-সিডিও কর্তৃক এ আয়োজন করা হয়। এ মুভমেন্টের মানববন্ধনে সুন্দরবনের গুরুত্ব নিয়ে কথা বলার পাশাপাশি বৃক্ষ ও প্রাণি সম্পদ রক্ষার বিষয়টিকে অধিক গুরুত্ব দেয়া হয়। এছাড়া উপকূলে গাছ কাটা ও পাখি শিকার বন্ধের আহবান জানানো হয়।

এ মানববন্ধনে মুন্ডা সম্প্রদায়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও আলোকিত তরুণরা অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন মুন্ডা সম্প্রদায়ের তরুণ নেতা সুব্রত মুন্ডা। তিনি বলেন, সুন্দরবন বাঁচলে, বাঁচবে বাংলাদেশ। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই  সুন্দরবনকে রক্ষা করতে পারে। উপকূলীয় মুন্ডা তরুণ হিসেবে আমাদের এগিয়ে আসতে হবে এবং এ মহান কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু হেনা কামাল বলেন, সুন্দরবন আমাদের বন্ধুর মতো। সুন্দরবন আছে বলেই উপকূলের মানুষ দুর্যোগ থেকে রক্ষা পায়। জেলে ও মোয়ালরা উপার্জন করতে পারে। সুন্দরবনকে রক্ষার পাশাপাশি আমাদের উপকূলের জীববৈচিত্র্য রক্ষার দিকে মনোযোগী হতে হবে। সুন্দরবনকে সব হুমকি থেকে বাঁচাতে স্থানীয় এবং বন প্রশাসনকে সমন্বয় করে কাজ করার কথা বলেন এ শিক্ষার্থী।

কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এবং এ মুভমেন্টের উদ্যোক্তা ইমরান হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সুন্দরবন আমাদের অন্যতম শক্তি হতে পারে। ঘূর্ণিঝড় আমফানে সুন্দরবন ঝড়ের গতিবেগ কমিয়ে দেওয়ার কারণে উপকূলে ক্ষয়ক্ষতি কম হয়েছে। এছাড়া সুন্দরবন আমাদের মায়ের মতো। তার ভাষ্যমতে, উপকূলে চুরি করে পাখি শিকার করা হয় এবং সুন্দরবনের হরিণ শিকার করছে কিছু অসাধু মানুষ। সুন্দরবনে ১৩শ’ প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে গেছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

আরো পড়ুন: বৈশাখের প্রথম দিনে যে ৬ বিভাগে অব্যাহত থাকবে তাপপ্রবাহ

সুন্দরবনের ভেতরে গাছের সংখ্যা কমে যাওয়া এবং বিলুপ্তপ্রায় প্রজাতির সংখ্যা কমে যাওয়ার বিষয়টিকে তুলে ধরতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলে তিনি জানান। উপকূলকে সবুজ করার আন্দোলন শুরু করার আগে সুন্দরবনের সুরক্ষা অতি জরুরি বলে মনে করেন তিনি। এছাড়াও জাতীয় পর্যায়ে সুন্দরবন সম্পর্কিত নীতিমালাকে সংরক্ষণ ও বাস্তবায়নের বিষয়ে জোর তাগিদ দেন এই জলবায়ু কর্মী।

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন ও উপকূলের গাছ এবং প্রাণিসম্পদ রক্ষায় সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি আগামীতে উপকূলকে সবজায়ন করার উদ্দেশ্যে এ আন্দোলনটি শুরু করা হয়েছে বলে জানান কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম। এ আন্দোলন পরবর্তীতে আরো বিস্তৃত করা হবে বলে তিনি জানান।

বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই, কমিশন যেন আন্দোলনে নামতে ব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন চাওয়ায় দল থেকে আজীবন বহিষ্কার ছাত্রদল নেতা
  • ১৯ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন এবি পার্টির এমপি প্রার্থী লিপসন
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবারের নির্বাচন দেশের ইতিহাসে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9