৩৮তম বিসিএস কৃষি ক্যাডার এসোসিয়েশনের সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক রাজু

  © সংগৃহীত

৩৮তম বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশনের নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাঈম হোসেন (সংগনিরোধ রোগতত্ত্ববিদ- আমদানি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন আড়াই হাজারের কৃষি সম্প্রসারণ অফিসার আবুল হাসান রাজু। শনিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার এক অভিজাত হোটেলে এই ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিকে বেগবান করতে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারিতে সিভিল সার্ভিসের ৩৮তম ব্যাচ (কৃষি) হিসেবে যোগদান করলেও কোনো কমিটি ছিল না। অবশেষে নবগঠিত কমিটি পেয়ে আনন্দিত এসোসিয়েশনের সদস্যরা। অনুষ্ঠানে সবার সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক আবুল হাসান রাজু বলেন, ব্যাচের উপস্থিত সদস্যদের সম্মতিতে এবং সবার মতামতের ভিত্তিতে কমিটি ঘোষিত হয়। এ কমিটি ৩৮তম ব্যাচের সার্বিক উন্নয়নসহ বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি ক্যাডারের বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করতে বদ্ধপরিকর।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে সভাপতি নাঈম হোসেন বলেন, ‘ব্যাচের সামগ্রিক উন্নয়ন, ক্যাডার সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন ও আদায় এবং সর্বোপরি কৃষি সেক্টরের উন্নয়নের মাধ্যমে সরকারের রূপকল্প-৪১ বাস্তবায়নে কাজ করব।’


সর্বশেষ সংবাদ