কারিগরি ত্রুটির কারণে বন্ধ মেট্রোরেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩২ PM
উত্তরা-মতিঝিল রুটে সাময়িক বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। রোববার (৪ ফেব্রুয়ারি) আনুমানিক সাড়ে তিনটার দিকে কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধ হবার এ খবর পাওয়া যায়।
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল একজন কর্মকর্তার বরাতে জানা গেছে, একটি দল কারিগরি ত্রুটি মেরামতে কাজ করছে। তবে এটি কী ধরনের কারিগরি ত্রুটি তা জানা যায়নি।
মেট্রোরেলে যাতায়াতকারীদের সূত্রে জানা গেছে, শেওড়াপাড়া-কাজীপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ক্যাবল ছিড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। এছাড়াও ইলেকট্রিক সাপ্লাইয়ে কোনো একটা সমস্যার ফলে বন্ধ হয়ে গেছে মেট্রো চলাচল, এমন খবর পাওয়া গেলেও এসব বক্তব্যের সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
সপ্তাহের প্রথম কর্মদিবস ও ইজতেমার শেষ দিন হওয়ায় সকাল থেকেই মেট্রোর উত্তরা স্টেশনসহ অন্যান্য স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। প্রচণ্ড ভিড় ঠেলেই মেট্রোতে গন্তব্যে ফেরার চেষ্টা করছিল যাত্রীরা।