অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কত শতাংশ, কাউন্টারে কতটি

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি বেড়েছে

ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি বেড়েছে © ফাইল ছবি

দেশে চলাচলকারীী আন্তঃনগর ট্রেনের ৬০ শতাংশ টিকিটই এখন অনলাইনে বিক্রি হচ্ছে। বুধবার (৩১ জানুয়ারি) রেলভবনে রেলমন্ত্রী জিল্লুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানানো হয়। ট্রেনের টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়েছিল।

এ সময় জানানো হয়, গত বছর তিন কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৪৩টি টিকিট বিক্রি করেছে রেলওয়ে। এর মধ্যে দ্ইু কোটি ৭ লাখ ২০ হাজার ৭৯৯ বিক্রি হয়েছে অনলাইনে, যা ৬০ শতাংশ। এক কোটি ৩৬ লাখ ৮২ হাজার ২৪৪টি টিকিট বিক্রি হয়েছে কাউন্টারে। এর আগে ২০২২ সালে অনলাইনে ৩৮ শতাংশ টিকিট বিক্রি হয়েছিল ।

গত বছরের মার্চে অনলাইন এবং কাউন্টার তুলে দেওয়া হয়। এতে অনলাইনে টিকিট বিক্রি বেড়ে যাওয়ায় অপারেটরের আয়ও বেড়েছে। ২০২২ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দু’কোটি ৫০ লাখ ৮৬ হাজার টিকিট বিক্রি হয়েছে। অনলাইনে বিক্রি হয়েছে ৯৬ লাখ ৯৯ হাজার। বাকি ৬২ শতাংশ বিক্রি হয়েছে কাউন্টারে।

গত ২৫ জানুয়ারি এক হাজার ২০০ টিকিটসহ কালোবাজারি চক্রের সদস্যদের গ্রেপ্তার করে র‌্যাব। জাল টিকিট বিক্রির অভিযোগ ওঠে রেলের কর্মচারীদের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী।  ২০২২ সালের মার্চ থেকে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে টিকিট বিক্রি করছে সহজ ডট কম।

আরো পড়ুন: নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, মিয়ানমার সীমান্তে সতর্ক বিজিবি

চুক্তি অনুযায়ী, পাঁচ বছরে ২০ কোটি টিকিট বিক্রি করবে তারা। এর ৪০ শতাংশ অনলাইনে এবং অন্যগুলো কাউন্টারে পাওয়া যাবে। কাউন্টারের টিকিটের জন্য ২৫ পয়সা করে পায় সহজ। অনলাইনের জন্য যাত্রীরা ২০ টাকা সার্ভিস চার্জ দেন। এর সাড়ে ৬ টাকা সহজ, সাড়ে ৬ টাকা ব্যাংকিং গেটওয়ে এবং ৩ টাকা ভ্যাট পায় সরকার। ৪ টাকা যায় রেলওয়ে কল্যাণ ট্রাস্টে।

‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিএনপির …
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9