কুষ্টিয়ায় বসে যদি হাতকড়া পড়াতে না পারি, মন্ত্রীত্ব ছেড়ে দেবো

৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM

কুষ্টিয়ার খাজানগরে দেশের বৃহত্তম চালের মোকামে আজ অভিযান চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অবৈধ মজুদসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখতে এই অভিযান পরিচালনা করেন মন্ত্রী ও তার টিমের সদস্যরা। এ সময় দাম বৃদ্ধির সাথে জড়িতদের গ্রেপ্তারের হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে এই অভিযান শুরু হয়। অভিযান শেষে বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশিজনদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় একজন চালকলের মালিক খাদ্যমন্ত্রীকে জানায়, উত্তরবঙ্গের ব্যবসায়ীদের কারণে চালের মূল্য বাড়ে। জবাবে খাদ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের কোন কোন ব্যবসায়ী দাম বৃদ্ধির সাথে জড়িত তাদের নাম ঠিকানা দেন। আমি কুষ্টিয়ায় বসে থেকে যদি তাদের হাতকড়া পড়াতে না পারি, তাহলে মন্ত্রীত্ব ছেড়ে দেবো।

এ সময় মন্ত্রী চালকল মালিকদের উদ্দেশে বলেন, আপনারা অটো রাইস মিলে চাল চার-পাঁচ বার ছেটে পালিশ করার কারণে চালের পুষ্টিগুন কিছুই থাকে না। অতিরিক্ত বিদ্যুৎ ব্যয় হয়। লোকবল লাগে, খরচ বেশি হয়। সেই খরচের হিসেব ধরান চালের ওপর। 

এর আগে, অভিযান চালিয়ে অবৈধভাবে আটা মজুদ করায় মেসার্স সুবর্ণা অটো ফ্লাওয়ার মিলের গোডাউন সিলগালা করা হয় এবং অবৈধ ধান মজুদের অভিযোগে আরেকটি মিলের ধানের গোডাউন সিলগালা করা হয়।

ট্যাগ: দাম
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেল কি হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬