‘গবেষণা করেন মাত্র ৫ ভাগ চিকিৎসক’

  © সংগৃহীত

চিকিৎসক সংগঠন হিসেবে দেশে প্রথমবারের মতো গবেষণা দিবস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম)। শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে এটাই প্রথম কোনো চিকিৎসক সংগঠনের উদ্যোগে রিসার্চ ডে পালন করা হচ্ছে। বিএসএমএমইউ’র ভিসি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। চিকিৎসাখাতকে এগিয়ে নিতে গবেষণা সবচেয়ে বড় ভূমিকা রাখে। দেশের চিকিৎসকদের গবেষণায় আরও বেশি মনোযোগী হওয়া উচিত। 

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, দেশের চিকিৎসাখাতকে এগিয়ে নিতে গবেষণাকে প্রাধান্য দিতে হবে। দেশের মাত্র ৪ থেকে ৫ ভাগ চিকিৎসক গবেষণায় যুক্ত থাকেন। এই সংখ্যা আরও বেশি হওয়া উচিত।
 
স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, বায়োমেডিক্যাল রিসার্চের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের মেডিকেলে সেক্টরে রিসার্চকে আরও অগ্রাধিকার দিতে।
 
বিএসএম এর সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটো মিঞা বলেন, প্রধানমন্ত্রী বরাবরই দেশের শিক্ষা ও চিকিৎসা খাতকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রত্যয়ী। আর এজন্য গবেষণার কোনো বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো রিসার্চ ডে পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
 
গবেষণায় অংশ নেয়া তরুণ চিকিৎসকদের প্রসংশা করে তিনি আরও বলেন, ডাক্তাররা ডেঙ্গু ও করোনা মোকাবেলায় সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে কাজ করেছেন। তরুণ চিকিৎসকরা গবেষণায় মনোনিবেশ করলে দেশের চিকিৎসাখাত সামনে অনেক দূর এগিয়ে যাবে।

সারা দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক এ অনুষ্ঠানে উপস্থিত হন। চিকিৎসা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে মেডিসিন বিশেষজ্ঞগণ রিসার্চ প্রটোকল, এবস্ট্রাক্ট ও পোস্টার উপস্থাপন করেন এবং এর মধ্য থেকে দুজনকে ৪ লক্ষ টাকা করে গবেষণা অনুদান প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী, বিএসএম এর মহাসচিব অধ্যাপক আহমেদুল কবীর প্রমুখ।


সর্বশেষ সংবাদ