গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন যে ৭ প্রার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ০৮:০১ PM
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গোপালগঞ্জ-৩ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শেখ হাসিনার সঙ্গে ওই আসনে আর যেসব প্রার্থীরা নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন: গণফ্রন্ট থেকে সৈয়দা লিমা, সুপ্রিম পার্টির নিজামউদ্দিন লস্কর, এনপিপি থেকে শেখ আবুল কালাম, জাকের পার্টি থেকে মাহবুব মোল্পা, বাংলাদেশ কংগ্রেস থেকে সাহিদুল ইসলাম মিঠু, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে শিশির চৌধূরী। এছাড়া মো. কামাল হোসেন নামে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এই আসনের রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন ১৯৯১ সাল থেকে প্রধানমন্ত্রী ওই আসনে জিতে আসছেন।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
এরপর মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহার, আপিল শেষে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন ধার্য করেছে কমিশন।