বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আইসিইউতে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১২:৩৫ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ১২:৪৬ PM
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের স্বাস্থের অবনতি হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাত ৩টার দিকে তাঁকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। এর আগে সালাহউদ্দিন আহমেদের শ্বাস কষ্ট দেখা দিলে তাকে বিএসএমএমইউর সিসিইউতে ভর্তি করা হয়েছিল।
আরো পড়ুন: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার
তিনি জানান, সন্ধ্যা ৭টা থেকে তাঁর হার্ট ফেলিওর ডেভেলপ করেছে। তাছাড়াও নিউমোনিয়া, ফুসফুসে প্রদাহ বেড়ে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। রক্তচাপ ওঠা-নামা করছে। তাঁর পরিবার জানিয়েছেন, জীবন ঝুঁকিতে রয়েছে সাবেক এ সংসদ সদস্যের।