সাতক্ষীরা জেলা © সংগৃহীত
পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করেছে সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় সাতক্ষীরা জেলাকে বিশেষ বিবেচনায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়। এই নতুন মর্যাদা অনুযায়ী, জেলাটিতে প্রয়োজনীয় জনবল কাঠামো ও অন্যান্য সুবিধাদি নিশ্চিত করার কার্যক্রম সম্পন্ন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুন: দেশের ইতিহাসে স্বর্ণের দামের নতুন রেকর্ড, এবার ভরি কত?
নিকার সভায় এই প্রস্তাব অনুমোদনের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অবস্থান এবং ভোমরা স্থলবন্দরের ক্রমবর্ধমান গুরুত্বের কারণে সাতক্ষীরা এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। সার্বিক অর্থনৈতিক ও ভৌগোলিক সম্ভাবনা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নিয়ম অনুযায়ী, সাধারণত ৮ বা তার বেশি উপজেলা থাকলে ‘এ’, ৫ থেকে ৭টি উপজেলা থাকলে ‘বি’ এবং ৫টির কম উপজেলা থাকলে সেই জেলাকে ‘সি’ শ্রেণির মর্যাদা দেওয়া হয়। তবে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ জেলাগুলোকে ‘বিশেষ ক্যাটাগরি’তে রাখা হয়। এই শ্রেণি বিন্যাসের ওপর ভিত্তি করেই জেলাগুলোতে সরকারি দপ্তরের জনবল নিয়োগ, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং ত্রাণ বরাদ্দ করা হয়।
সর্বশেষ ২০২০ সালের হালনাগাদ অনুযায়ী দেশে ২৬টি ‘এ’ ও ২৬টি ‘বি’ শ্রেণির জেলা ছিল। সাতক্ষীরা ‘এ’ শ্রেণিতে উন্নীত হওয়ায় বর্তমানে ‘এ’ ক্যাটাগরির জেলার সংখ্যা দাঁড়িয়েছে ২৭টিতে এবং ‘বি’ ক্যাটাগরির জেলা ২৫টিতে। এছাড়া দেশে ‘বিশেষ ক্যাটাগরি’র ৬টি এবং ‘সি’ শ্রেণির ৬টি জেলা রয়েছে।