চিকিৎসকদের অবরোধে ৬ ঘন্টা ধরে বন্ধ শাহবাগ-সাইন্সল্যাবের রাস্তা

  © টিডিসি ছবি

মাসিক ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর শাহবাগ-সাইন্সল্যাবের রাস্তা অবরোধ করে অবস্থান ধর্মঘট পালন করেছেন  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বিসিপিএসের পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণপ্রার্থী চিকিৎসকরা। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

দীর্ঘ ৬ ঘন্টা পেরিয়ে গেলেও অবরোধ চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা। আজ রবিবার (১৬ জুলাই) সকাল ১১টা থেকে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলন চালিয়ে যান ট্রেইনি চিকিৎসকরা। 

আন্দোলন সরিয়ে নিতে বিকেল ৪টায় রমনা বিভাগের উপ-কমিশনার মো. আশরাফ হোসেন এসে চিকিৎসকদের আশ্বাস তারা অবরোধ ত্যাগ করতে বলেন এবং চিকিৎসাদের রাস্তা ত্যাগ করে অন্য কোথাও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।

এসময় উপ-কমিশনার মো. আশরা বলেন, আপনাদের এই আন্দোলনের জন্য পুরো ঢাকা শহরের লক্ষাধিক মানুষ ভোগান্তিতে রয়েছে। অন্যদিকে আপনাদের মেডিকেল ছেড়ে আসায় হাজারো রোগী ভোগান্তির শিকার হচ্ছে। তাই আপনারা অতিসত্ত্বর অবরোধ তুলে মিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আমাদের সহযোগিতা করুন।

কিন্তু আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা উপ-কমিশনার আশরাফ হোসেনের কথায় কর্ণপাত না করে আন্দোলন চালিয়ে যেতে থাকেন এবং 'আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই; ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়; ঐক্য ঐক্য, চিকিৎসকের ঐক্য' বলে স্লোগান দিতে থাকেন।

বেলা সাড়ে তিনটায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। এসময় রমনা জোন, নিউমার্কেট জোন থেকেও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।


সর্বশেষ সংবাদ