মেট্রোরেলের ঢাবি স্টেশনের ৯৭ ভাগ কাজ শেষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ০৬:৩৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৩, ০৬:৪৫ PM
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের একটি স্টেশন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। এ স্টেশনের ৯৭ ভাগ কাজ শেষ হয়েছে। শুক্রবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
শুক্রবার রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগারগাঁও স্টেশনে এর উদ্বোধন করেন তিনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় সরণি স্টেশনের ৯৭ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। এ ছাড়া ফার্মগেট স্টেশনের ৯৮ ভাগ, কারওয়ান বাজারের ৯৫, শাহবাগের ৯৪, সচিবালয়ের ৯৬ ভাগ ও মতিঝিল স্টেশনের কাজের অগ্রগতি ৯৫ ভাগ।
আগামী অক্টোবর মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের এ অংশের উদ্বোধন করবেন। এর আগে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পারফর্মেন্স টেস্ট, সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট ও ট্রায়াল রান চলবে।