মঞ্চনাটক চলাকালে ১৮ শিল্পী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি  © ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘ফলাফল নিম্নচাপ’ মঞ্চনাটক চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ১৮ অভিনয়শিল্পী। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে এদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।

সোমবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন: শিক্ষক বাবার ৩ সন্তান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

একাডেমি সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ফলাফল নিম্নচাপ’ মঞ্চায়িত হওয়ার সময় অভিনয় শিল্পীরা শরীরে চুলকানির অনুভূতি পায়। এ অবস্থায়ও তারা নাটক শেষ করেন। পরে একে একে ১৮ জন অভিনয় শিল্পী অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাদের দ্রুত চাপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকী ২ জন হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ড. এসএম মাহমুদুর রশিদ জানান, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে এলার্জিক রিঅ্যাকশন বলে। এলার্জির কারণে চুলকানির সৃষ্টি হয় এতে অসুস্থ হয়ে পড়েন রোগীরা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব জানান, ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি উদঘাটনে পুলিশ তদন্ত করছে।


সর্বশেষ সংবাদ