যুক্তরাষ্ট্রের জিএইচএআই’র মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সজীব আহমেদ

২৫ জুন ২০২৩, ০৬:৫০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছ থেকে ক্রেস্ট, সনদ ও আর্থিক সম্মাননা গ্রহণ করছেন সজীব আহমেদ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছ থেকে ক্রেস্ট, সনদ ও আর্থিক সম্মাননা গ্রহণ করছেন সজীব আহমেদ © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার সজীব আহমেদ। জিএইচআইয়ের সহযোগিতায় গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

রবিবার (২৫ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘নসরুল হামিদ মিলনায়তনে’ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মিডিয়া পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক সম্মাননা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান ও জিএইচএআই বাংলাদেশের কান্ট্রি কমিউনিকেশন ম্যানেজার সারওয়ার ই আলম প্রমুখ।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি বাংলাদেশে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ বিষয়ক গণমাধ্যমে গভীরতাধর্মী সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট মিডিয়া, টেলিভিশন ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে মোট ১৩ জন সাংবাদিককে এই পুরস্কার প্রদান করেছে।

অনুষ্ঠানে প্রথম আলোর পার্থ শঙ্কর সাহা, ডেইলি স্টারের নীলিমা জাহান, সমকালের জাহিদুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের জিনিয়া কবির সূচনা, চ্যানেল আইয়ের আরেফীন তানজীব, জাগো নিউজের মাসুদ রানাসহ মোট ১৩ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, সজীব আহমেদ এর আগে গতবছর ‘সিসিএস ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার-২০২২’ পেয়েছিলেন।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬