জাতীয় ছাত্র সমাজের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ

২৪ জুন ২০২৩, ০৯:৪১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
সংঘর্ষ চলাকালীন মুঠোফোনে ধারণ করা ছবি

সংঘর্ষ চলাকালীন মুঠোফোনে ধারণ করা ছবি © সংগৃহীত

রংপুরে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যা ৭টায় গঙ্গাচড়া উপজেলায় জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন গ্রুপ এবং স্থানীয় এমপি মসিউর রহমান রাঙ্গার গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

দলীয় সূত্রে জানা গেছে, রাঙ্গা বহিষ্কার হওয়ার দীর্ঘদিন পরে প্রকাশ্যে রংপুর-১ আসনে স্থানীয় প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য আল মামুন প্রচার প্রচারণা শুরু করে। ওই উপজেলায় সম্প্রতি জাতীয় ছাত্র সমাজের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রাঙ্গা সমর্থকদের কেউ স্থান পায়নি। এই কমিটিকে কেন্দ্র করে আল মামুনের গ্রুপের সঙ্গে রাঙ্গা গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়।

এ বিষয়ে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আল মামুন জানান, সংগঠন কারো পৈত্রিক সম্পত্তি নয়, সংগঠন চলবে সংগঠনের মত করে। যারা অস্ত্রবাজি করে জাতীয় ছাত্র সমাজে তাদের জায়গা নেই।

এ বিষয়ে জানার জন্য মসিউর রহমান রাঙ্গার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া থানার ওসি (তদন্ত) মমতাজুল ইসলাম জানান, দুই গ্রুপের সংঘর্ষের সময় একজনকে আটক করা হয়েছিল। পরে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

এনএসইউর স্কুল অব হিউম‍্যানিটিজ অ‍্যান্ড সোশ্যাল সায়েন্স আন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে কাল
  • ২৮ জানুয়ারি ২০২৬
অবশেষে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোট বিষয়ে প্রচারণায় কিশোরগঞ্জে ‘ভোটের গাড়ি’
  • ২৮ জানুয়ারি ২০২৬
এক কেন্দ্রের প্রার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোডের নির্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচন ঘিরে তিন জেলায় বিজিবি মোতায়েন
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage