আরও তিনদিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত

২০ জুন ২০২৩, ০৪:০২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
দেশের সব বিভাগেই বৃষ্টি হচ্ছে

দেশের সব বিভাগেই বৃষ্টি হচ্ছে © ফাইল ছবি

ঢাকা বিভাগের কয়েকটি জেলা ছাড়া কমবেশি দেশের সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। কোথাও দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে। আবার কোথাও বৃষ্টি হচ্ছে কম পরিমাণে। ফলে এ মুহুর্তে তাপপ্রবাহ নেই দেশের কোথাও । এধরণের আবহাওয়া আরও কয়েকদিন চলমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে তাপমাত্রা খুব বেশি না থাকলেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম রয়েছে। 

মেঘ-বৃষ্টি কারণে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। আবহাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। মূলত সিলেটে গত কিছুদিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে। সেখানে বন্যার শঙ্কা তৈরি হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় মধ্যাঞ্চল (ঢাকা বিভাগ) ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল (খুলনা বিভাগ) বৃষ্টি কম ছিল। এ সময়ে ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা বিভাগের টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদুপুর ও গোপালগঞ্জে কোন বৃষ্টি হয়নি। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে।  সেটা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ।আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আগামী তিনদিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে জানিয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আগামী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কুড়িগ্রামে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
  • ১২ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন নেদারল্যান্ডসে, আইইএলটিএসে ৬.৫ বা টোফেলে ৯…
  • ১২ জানুয়ারি ২০২৬
শূন্যপদের তিনগুণ প্রার্থীকে ভাইভায় ডাকবে এনটিআরসিএ, ১:১.১০ …
  • ১২ জানুয়ারি ২০২৬
হঠাৎ নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে মির্জা আব্বাস
  • ১২ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ৬ পিকআপ ও ৩২ ভারতীয় গরুসহ আটক ১
  • ১২ জানুয়ারি ২০২৬
এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9