বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা আইএমএফ-এর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মে ২০২৩, ১০:৫২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। শনিবার (৩০ এপ্রিল) ওয়াশিংটনের রিজ-কার্লটন হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন তিনি।
ক্রিস্টালিনা বলেন, বাংলাদেশ বিশ্বে একটি রোলমডেল। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশটি বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন অর্জন করেছে।
তিনি বলেন, সকল বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন।
আরও পড়ুন: গোয়েন্দা সংস্থায় বড় নিয়োগ, আবেদন শুরু আজ।
জর্জিয়েভা বাংলাদেশে কোভিড-১৯ মহামারিকালেও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। তিনি বলেন, ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, সুসংযোগ স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তার দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আইএমএফ প্রধানকে অবহিত করেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন একদিনে হয়নি। এটা দীর্ঘদিনের পরিকল্পনার ফসল।
ব্রিফিংকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ সচিব ফাতিমা ইয়াসমিন ও অর্থনীতিবিষয়ক বিভাগের সচিব শরীফা খান উপস্থিত ছিলেন।