ভেন্টিলেশনে ডা. জাফরুল্লাহ চৌধুরী

১১ এপ্রিল ২০২৩, ০৪:৩৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM

© ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। সেখানে তিনি ভেন্টিলেশনে আছেন। তার সবশেষ শারীরিক অবস্থা জানিয়ে আজ মঙ্গলবার বিকেল ৪টায় গণস্বাস্থ্য কেন্দ্র থেকে স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করা হয়। এ তথ্য নিশ্চিত করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। এর আগে গতকাল সোমবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 

অধ্যাপক ব্রি: জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব:) জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রতিদিনের মত আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল বোর্ডের সভা হয়। তিনিসহ এতে অন্য যেসকল দেশখ্যাত চিকিৎসা বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন, তারা হলেন মেডিসিনের অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, নিউরোলজির অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, মেডিসিনের অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক আলী আহমেদ, কার্ডিওলজীর অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধূরী, অধ্যাপক শফিকুল বারী এবং গণস্বাস্থ্যের সংশ্লিষ্ট ডাক্তারগণ। তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য সংক্রান্ত সকল সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করে নিজ নিজ মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরে প্রয়োজনীয় জরুরি চিকিৎসা কৌশল নিরুপণ করছেন।

অধ্যাপক ব্রি: জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব:) আরও জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর রক্তে ইনফেকশন পাওয়া গেছে, যা নিয়ন্ত্রণের লক্ষ্যে যে অসুধ দেয়া হচ্ছে তাতে ইতিবাচক সাড়া মিলছে। আজ বেলা ২টা ১৫ মিনিট হতে তার কিডনির ডায়ালাইসিস শুরু হয়েছে, সাথে চলছে অন্যান্য চিকিৎসা। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে এখনো ভেন্টিলেশনে আছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক আলতাফুন্নেছা সংস্থার সকল কর্মী, সংগঠক ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া, প্রার্থনা ও ভালবাসা  অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

সীমান্তবর্তী এলাকায় ৫০ কেজি গাঁজা জব্দ
  • ০৪ জানুয়ারি ২০২৬
ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
  • ০৪ জানুয়ারি ২০২৬
সিজিপিএ-৩.৯৮ পেয়ে স্নাতকে প্রথম হল সংসদের জিএস ও শিবির নেতা…
  • ০৪ জানুয়ারি ২০২৬
মনোনয়নপত্র যাচাই শেষে ইসির প্রাথমিক তালিকায় বৈধ প্রার্থী ১৮…
  • ০৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাক্ষাৎ
  • ০৪ জানুয়ারি ২০২৬
শীতের রাতে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, কী বলছেন বিশেষজ…
  • ০৪ জানুয়ারি ২০২৬