দেশ ছাড়লেন মানবিকে পড়ে পাইলট হওয়া সেই সাদিয়া

০৭ এপ্রিল ২০২৩, ০৯:১৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
সাদিয়া আহমেদ

সাদিয়া আহমেদ © ফাইল ফটো

মানবিক বিভাগে পড়ে পাইলট হওয়া সেই সাদিয়া আহমেদ দেশ ছেড়েছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলাকালীন দেশ ত্যাগ করলেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ত্যাগ করেছেন তিনি।

শুক্রবার (৭ এপ্রিল) বাংলাদেশ বিমানের একটি সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্রে জানিয়েছে, সাদিয়া সিভিল এভিয়েশন ও বাংলাদেশ বিমানকে ই-মেইলের মাধ্যমে দেশ ত্যাগের কথা জানিয়েছেন। তিনি দেশে নেই এবং শারীরিকভাবে অসুস্থ বলে সেই ই-মেইলে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, বিমানের ফার্স্ট অফিসার সাদিয়া আহমেদ উচ্চ মাধ্যমিকে মানবিক বিভাগের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও নিজেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে জাল শিক্ষাসনদ জমা দিয়েছিলেন। অথচ, বেবিচকের নির্দেশিকায় বলা আছে, বাণিজ্যিক পাইলটদের অবশ্যই এইচএসসি (বিজ্ঞান) বা বাধ্যতামূলক পদার্থবিদ্যা এবং গণিতের সঙ্গে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

কিন্তু, তথ্য বলছে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের অধীন শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে মানবিক শাখা থেকে দ্বিতীয় বিভাগে পাস করেছিলেন। কিন্তু তিনি যে সনদ জমা দেন, তাতে দেখা যায় তিনি বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন। সাদিয়া বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন সাজিদ আহমেদের স্ত্রী। অভিযোগ ছিল ক্যাপ্টেন সাজিদ নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে স্ত্রীকে চাকরি পাইয়ে দেন। আলোচিত এই ঘটনায় চাকরিচ্যুত হন সাজিদও।

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬