করোনা পরবর্তী-২০২২

ইংরেজি-গণিতে দুর্বলতা কাটছেই না শিক্ষার্থীদের

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
ইংরেজি-গণিতে দুর্বলতা কাটছেই না শিক্ষার্থীদের

ইংরেজি-গণিতে দুর্বলতা কাটছেই না শিক্ষার্থীদের © ফাইল ছবি

মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশই ইংরেজি ও গণিতে ফেল করেছে। অষ্টম শ্রেণিতে ইংরেজিতে ফেল করেছে ৩৪ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী। গণিতে ফেল করেছে ৩৪ শতাংশ। আর বাংলায় ফেল ১৮ শতাংশ।

প্রধান এ তিনটি (বাংলা, ইংরেজি, গণিত) বিষয়ে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের এই হাল উঠে এসেছে বিদ্যালয়ে শিক্ষা নিয়ে এক গবেষণা জরিপের প্রাথমিক ফলাফলে। জরিপটি পরিচালনা করে বেসরকারি সংস্থা (এনজিও) গণসাক্ষরতা অভিযান এতে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক কে এম এনামুল হক বলেন, গণসাক্ষরতা অভিযান প্রতিবছরই একটি জরিপ চালায়। এবারও করেছে। এটি এক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: শতভাগ পাস ১৩৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে, ৫০টিতে সবাই ফেল

এই গবেষণাও করা হয়, ২০২২ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শ্রেণিকক্ষে পাঠদান মূল্যায়ন করে। গবেষণায় অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রায় অভিন্ন দুর্বলতা উঠে এসেছে। এর শিরোনাম ‘‘এডুকেশন ওয়াচ স্টাড়ি-২০২২-পোস্ট প্যানডেমিক রিকভারি অ্যান্ড রিনিউয়াল অব স্কুল এডুকেশন।”

করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর ২০২২ সালে বিদ্যালয়ে সরাসরি পাঠদান শুরু হয়। এই গবেষণা জরিপে অংশ নেয় ৫ হাজার ৬৯২ জন শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাসংশ্লিষ্ট ও এনজিও কর্মকর্তা। এর মধ্যে চতুর্থ, পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী ৩ হাজার ৮২১ জন।

তাদের মধ্যে অষ্টম ও নবম শ্রেণির ২ হাজার ৬৭০ জন। দেশের ৮ বিভাগের ৮ জেলা, ২৪ উপজেলা ও ৩ সিটি করপোরেশনে ৭২টি গুচ্ছে জরিপ পরিচালনা করা হয়। জরিপের অস্থায়ী ফলাফলের ওপর মতামত দিতে শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানদের পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ফার্স্ট গার্ল ছাত্রীকে 'ফেল করানোয়' অপমানে ১২ তলা থেকে লাফ

২০২০ সালে বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পরের ক্লাসে ওঠানো হলেও ২০২১ সালে প্রধান তিন বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে বার্ষিক পরীক্ষা নেওয়া হয়েছিল করোনা-পরবর্তী সময়ে পাঠদান স্বাভাবিক হলেও শিখন প্রক্রিয়ায় দীর্ঘ বন্ধের প্রভাব নিরূপণে এই জরিপ চালানো হয়।

এ দুই (অষ্টম ও নবম) শ্রেণিতে প্রধান তিন (বাংলা, ইংরেজি, গণিত) বিষয়ে অকৃতকার্য সবচেয়ে কম যশোর জেলায়—৯ দশমিক ৫ শতাংশ। তবে যশোরের ছয় গুণ বেশি হবিগঞ্জ—৫৭ দশমিক ১ শতাংশ। এ ছাড়া রাজশাহীতে দশমিক ৪৬ দশমিক ৪, গাইবান্ধায় ২৮ দশমিক ৪, ভোলায় ২৫ দশমিক ৪, চট্টগ্রামে ২৪ দশমিক ৮, নেত্রকোনায় ১৫ দশমিক ৬ এবং ঢাকায় ১৫ দশমিক ৫ শতাংশ।

গবেষণায় বলা হয়েছে, মাধ্যমিক স্তরে দ্রুত শিখন কার্যক্রমের ফলে অষ্টম শ্রেণির সিলেবাসের ওপর ভিত্তি করে পরীক্ষা নিয়েও এক-তৃতীয়াংশ ফেল করেছে।

দেশে পোঁছেছে ৫৫ হাজার পোস্টাল ব্যালট 
  • ২৯ জানুয়ারি ২০২৬
সংঘর্ষে জামায়াত নেতা নিহত, ঝিনাইগাতীতে থমথমে পরিস্থিতি
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে হামলার হুমকি; ডলারের দরপতনে রেকর্ড দাম স্বর্ণের
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬