বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

১০ ডিসেম্বর ২০২২, ০৯:৪৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
জন কিরবি

জন কিরবি © ফাইল ছবি

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস। তারা বলেছে, বিষয়টি তারা ‘খুব, খুবই গভীরভাবে’ পর্যবেক্ষণ করছে। হোয়াইট হাউস চলমান উত্তেজনার মধ্যে এ বিষয়ে প্রথম কথা বলল। এর আগে অবশ্য এ বিষয়ে দেশটির অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় তাদের রাষ্ট্রদূত।

শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি জানান, বাংলাদেশের নাগরিকদের ভয়ভীতি, হুমকি, হয়রানি ও সহিংসতামুক্ত শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সমর্থন জানিয়ে আসছে।

আরও পড়ুন: বিএনপিকে প্রতিরোধের ঘোষণা দিয়ে মাঠে ছাত্রলীগ

রয়টার্স সূত্রে জানা যায়, জন কিরবি সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর সহিংসতার ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পূর্ণ তদন্তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে বলেছেন।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বাংলাদেশে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে হয়রানি ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ দেশের সরকারকে মৌলিক বাক স্বাধীনতা রক্ষা এবং শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখাতে আহ্বান জানিয়েছে।

নেড প্রাইস জানান, কোনো রাজনৈতিক দল কিংবা প্রার্থীকে হুমকি, উসকানি অথবা এক দল আরেক দল বা প্রার্থীর ওপর যাতে সহিংসতা ঘটাতে না পারে, বিষয়টি নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬