নিখোঁজের দুদিন পর করতোয়া থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

শাহজাদপুর থানা
শাহজাদপুর থানা  © সংগৃহীত

সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর করতোয়া নদী থেকে মনির হোসেন (১৮) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) সকালে শাহজাদপুর উপজেলার পৌর এলাকার রূপপুর মহল্লার করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্র রূপপুর পুরানপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে ও মওলানা সাইফউদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মনির তার বন্ধুদের সাথে করতোয়া নদীতে নৌকায় ঘুরতে যায়। ওইদিন রাতে তার বন্ধুরা সবাই বাড়ি ফিরে আসলেও মনির বাড়ি ফেরেনি। সেই থেকে দুইদিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না।

আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, পাবেন ইনস্যুরেন্সসহ বার্ষিক বিভিন্ন ভাতা।

শনিবার ভোরে জেলেরা করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে মনিরের ভাসমান মরদেহ দেখতে পায় এবং স্বজনদের খবর দেয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার কোনো মামলা দায়ের করলে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ